পাইথন প্যাকেজ ইন্সটলেশন

মেশিন লার্নিং পাইথন প্যাকেজ ইন্সটলেশন

মেশিন লার্নিংয়ের জন্য বেশ কিছু পাইথন মডিউল ও লাইব্রেরি প্রয়োজন। আমরা মডেল স্ক্র্যাচ থেকে বিল্ড করার পাশাপাশি দেখব কীভাবে লাইব্রেরি ব্যবহারের মাধ্যমেও মডেল তৈরি করা যায়।

Anaconda প্যাকেজ ডাউনলোড ইন্সটলেশন (পাইথন ২.৭)

সম্পূর্ণ কোর্সে আমরা পাইথন ২.৭ ভার্সনটি ব্যবহার করব। তাই অ্যানাকোন্ডা প্যাকেজের পাইথন ভার্সনও ২.৭ হওয়া বাঞ্ছনীয়।

উইন্ডোজ

ডাউনলোড করে সাধারণ সফটওয়্যার ইন্সটল করেন যেভাবে সেভাবে ইন্সটল করলেই হবে। Start Menu তে গিয়ে Spyder সার্চ দিলেই IDE টি পেয়ে যাবেন।

OSX

লিনাক্স

ডাউনলোড শেষে ডাউনলোড ডিরেক্টরিতে গিয়ে নিচের কমান্ড দিন টার্মিনালে,

Spyder IDE

Spyder IDE ওপেন করুন ও নিচের কোডটি রান করুন, যদি কাজ করে তাহলে বুঝতে হবে আপনার কম্পিউটার মেশিন লার্নিংয়ের জন্য প্রস্তুত।

spyder

Anaconda Official Website

অফিশিয়াল ওয়েবসাইট

পরবর্তী পর্বে আমরা রিগ্রেশন অ্যানালাইসিস দেখব উদাহরণের মাধ্যমে।

Last updated